রাজশাহীতে নেসকো কর্মচারীদের চাকরি স্থায়ী করণের দাবিতে মানববন্ধন

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মহানগরীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) এ রাজশাহী ও রংপুর বিভাগের সকল অস্থায়ী মিটার পাঠক ও বিল বিতরণকারী (পিচ রেট) কর্মচারীদের চাকরি স্থায়ী করণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। গতকাল সোমবার বেলা সোয়া ১১টার দিকে বিদ্যুৎ ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সাহেব বাজার জিরোপয়েন্টে এসে মানববন্ধে মিলিত হন তারা। এসময় মানববন্ধনে রাজশাহী ও রংপুর বিভাগের কর্মচারীরা এই কর্মসূচি পালন করেন। মানববন্ধন থেকে জানানো হয় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে অস্থায়ী (পিচরেট) ভিত্তিতে মিটার পাঠক ও বিল বিতরণকারী হিসেবে কর্মরত আছে অনেক কর্মচারী। এছাড়া দুই বিভাগের ৬০০ জনের উর্দ্ধে পিচরেট কর্মচারীদের পরিবার পরিজন নিয়ে হতাশায় দিন যাপন করছেন। এ বেতনে সংসার চালানো ও ছেলে মেয়েদের মুখে দুমুঠো ভাত তুলে দেয়া কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে কর্মরত থাকলেও তাদের স্থায়ীকরণের কোনো উদ্যোগ নেয়া হয়নি।
তাদের চাকরী স্থায়ী করণের জন্য তারা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন।এসময় মানববন্ধে উপস্থিত ছিলেন, পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মাসুম খানসহ রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন পদের কর্মচারীরা উপস্থিত ছিলেন।