সুন্দরগঞ্জের সেই পিআইও’র অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সেই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকারের (পিআইও) অপসারণের দাবিতে বিক্ষোভ, মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে উপজেলা জাতীয় পার্টি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সোমবার উপজেলা জাতীয় পার্টির কার্যালয় হতে একটি মিছিল বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে বিক্ষোভ এবং সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, পৌর জাপার সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু, জাতীয় ছাত্র সমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজন, জাতীয় স্বেচ্ছাসেবক পাটির সভাপতি সরওয়ার হোসেন বাবু, কৃষক পাটির সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুব সংহতির সভাপতি রেজাউল ইসলাম রানা প্রমূখ। পরে তার কুশপুত্তলিকা দাহ করা হয়।
২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পিআইও নুরুন্নবীকে চট্টগ্রামের সন্দীপে
বদলি করে। এনিয়ে পিআইও হাইকোটে রিট করলে তার বদলি আদেশ স্থগিত করে। ওই আদেশের বিরুদ্ধে স্থানীয় সংসদ সদস্য আপিল করলে তা খারিজ হয়ে যায়। এ নিয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব লিভ-টু আপিল করলে তা গ্রহণ করা হয় এবং আগামী ২৪ ফেব্রয়ারী শুনানির দিন ধায্য রয়েছে। এ সমস্ত আইনি জটিলতার কারণে উপজেলার সমস্ত উন্নয়নমূলক কর্মকান্ড স্থবির হয়ে পড়েছে। এদিকে কর্মসৃজন প্রকল্পের শ্রমিকরা গত ১৫ জানুয়ারী কাজ শেষ করলেও আজও মজুরি পায়নি। পিআইও নুরুন্নবী সরকার জানান, মন্ত্রণালয় এবং আদালত এখন পর্যন্ত সুনিদিষ্টভাবে তাঁকে কোন প্রকার আদেশ দেয়নি। সে কারণে তিনি এখানে অবস্থান করছেন। উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী জানান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং আদালতের সুনিদিষ্ট কোন নির্দেশনা না অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনা করা সম্ভব হচ্ছে না। বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।