কালিগঞ্জে ২০১৯-২০২০ অর্থ বছরে ঘুর্নিঝড় বুলবুল এ ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে কৃষি পূর্ণবাসন কর্মসূচীর আওতায় ভুট্টা, শীতকালীন/গ্রীস্মকালীন মুগ ও বসত বাড়িতে সবজি উৎপাদন এবং আন্ত পরিচর্যার জন্য তালিকা ভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিসের হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সার বীজ ও নগদ অর্থ বিতরন করা হয়। বিতরন অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার নাছিম সায়াদাত, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, সুকুমার দাশ বাচ্চু, এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, সাজেদুল হক সাজু প্রমুখ। উপজেলার ১২ টি ইউনিয়নের ৯৫০ জন কৃষকের মাঝে বীজ, রাসায়নিক সার ও নগদ অর্থ বিতরন করা হয়।