পাবনা-৩ এলাকার সাবেক সংসদ সদস্য ওয়াজি উদ্দিন খাঁনের জানাযায় মানুষের ঢল

শনিবার সকাল ১১ টায় পাবনা-৩ এলাকা (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) এর সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও পাবনা জেলা আঃলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াজি উদ্দিন খাঁনের প্রথম নামাজে জানাযা পাবনার চাটমোহর উপজেলার বালুচর খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। বর্ষীয়ান এ নেতাকে এক নজর দেখতে সকাল ৯ টা থেকেই পাবনা-৩ এলাকার মানুষ সমবেত হতে থাকেন বালুচর খেলার মাঠে। এসময় অনেককে আবেগাপ্লুত হয়ে চোখের পানি মুছতে দেখা যায়।


জানাযায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড.শামসুল হক টুকু, পাবনা-৩ এলাকার সংসদ সদস্য আলহাজ¦ মোঃ মকবুল হোসেন এমপি, পাবনা জেলা আঃলীগের সাঃ সম্পাদক ও সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, সাবেক এম পি শামসুদ্দিন খবির, কে এম আনোয়ারুল ইসলাম, চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল হামিদ মাষ্টার, চাটমোহর উপজেলা আঃলীগ সভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, চাটমোহর পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, সিঃ সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজিব শাহরিন, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বাকী বিল্লাহ, ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল, ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাপ হোসেন, ফরিদপুর উপজেলা আঃলীগ সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আলি আশরাফুল কবীর, পৌর মেয়র খ.ম আব্দুল মাজেদ, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোশারফ হোসেন, ভাঙ্গুড়া উপজেলা আঃলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল জব্বার ছানা মাষ্টার, এ্যাড. শাহ আলম, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, আব্দুল হাই সিদ্দিকী, আলী হায়দার সরদার, চাটমোহর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, সাংবাদিক রকিবুর রহমান টুকুন, হেলালুর রহমান জুয়েল, ইকবাল কবীর রনজু, গিয়াস উদ্দীন, সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন। পরে তার মৃতদেহ পাবনায় নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, শুক্রবার সকালে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।