সিংড়ায় বিশ্ব জলাভূমি দিবসে বর্ণাঢ্য র‌্যালি মানববন্ধনে জীববৈচিত্র্যসমৃদ্ধ জলাভূমি সংরক্ষণের দাবি

নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় বিশ্ব জলাভূমি দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মানববন্ধন হয়েছে। রোববার বিকেল ৫ টায় সিংড়া পৌর শহরের মাদ্রাসা মোড়ের সুবর্ণ সরোবর খাল এলাকায় এই কর্মসূচির আয়োজন করে পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির ও বিবিসিএফ।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মাজহারুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সংগঠনের সাধারণ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদ, প্রভাষক মিজানুর রহমান, সিংড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, সিনিয়র সাংবাদিক শারফুল ইসলাম, সমাজ সেবক সাইদুর রহমান সাধু, সংগঠনের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান, কোষাধ্যক্ষ আবু বকর সিদ্দিক প্রমূখ।
কর্মসূচিতে বৃহত্তর চলনবিলে জীববৈচিত্র্য সমৃদ্ধ জলাভূমি সংরক্ষণের দাবি জানানো হয়।