সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার মাধপুর গ্রামে সন্ত্রাসী কায়দায় দোকান ভাংচুর, বাড়ী কোপানো, নগদ টাকাসহ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি রবিবার ভোর সারে ৬ টার দিকে মাধপুর করমজা পাড়া গ্রামের সাজাই কসাইয়ের বাড়ীতে।
থানায় অভিযোগ সুত্র ও সাজাই এর ছেলে আসিফ জানান, রবিবার ভোর সাড়ে ছয়টার দিকে চরপারা গ্রামের খালেক, আজিজ, নজরুলের নেতৃত্বে শ্যালো ইন্জিন চালিত করিমন, একটি অটোবাইক ও ভ্যানগাড়ী যোগে ২২/২৫ জনের এক দল সন্ত্রাসী বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে আতর্কিত হামলা চালায়। তাদের দোকান ভাংচুর, ঘড়ের বেড়া কেটে লুটপাট করতে থাকে। এসময় সাজাই কসাইকে মারধর করে। তাদের ডাক চিৎকার স্থানীয়রা এগিয়ে এলে তারা অটোবাইক ও ভ্যানগাড়ী ফেলে পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। হামলাকারীদের অটোবাইক ও ভ্যানগাড়ী উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আঃ মালেক ওরফে সাজাই কসাই আরো জানান, অস্ত্রধারীরা সন্ত্রাসীরদল। তাকে মেরে ঘরে থাকা আড়াই লাখ টাকা, দোকানের ত্রিশ হাজার টাকা ও তার স্ত্রীর স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়। তারা যাওয়ার সময় সাজাই ও তার পরিবারের লোকদের হত্যা ও বাড়ী ঘর জালিয়ে দেয়ার হুমকি দিয়ে চলে যায়। এ বিষয়ে আঃ মালেক ওরফে সাজাই কসাই বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে আতাইকুলা থানায় অভিযোগ করেছেন।
এ ব্যাপারে আতাইকুলা থানার অফিসার ইনচার্জ একেএম হাবিবুল ইসলাম বলেন, ঘটনা স্থল পুলিশ পরিদর্শন করেছে। অভিযোগ প্রাপ্তিতে তদত্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
