নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর সাহাপুর সীমান্ত এলাকায় বিজিবির সাথে চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবি ২৭ রাউন্ড গুলিও বর্ষণ করে। পরে চোরাকারবারীরা ভারতের অভ্যন্তরে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে পিস্তুল ও গুলি জব্দ করা হয়। রোববার দিনগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। এঅভিযানে নেতৃত্ব দেন ১-বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজশাহী) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়া উদ্দিন মাহমুদ। বিজিবি জানায়, রাজশাহী ১ ব্যাটেলিয়নের অধিনায়ক লে কর্নেল ফেরদৌস জিয়া উদ্দিন ফেরদৌসের নেতৃত্বে একটি বিশেষ টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে শাহাপুর বিওপিরর সীমান্ত পিলার ৬৮/৩-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খয়ের বাগান নামক স্থানে এ্যাম্বুস পেতে থাকে। রাত ১১টার পর একটি সংঘবদ্ধ অস্ত্র পাচারকারী দল ভারত হতে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা করে। এসময় বিজিবি’র টহল দল অস্ত্র পাচারকারীদের মৌখিক বাধা প্রদান করলে তারা হামলার চেষ্টা করে। জবাবে বিজিবি’র পক্ষ থেকে ২৭ রাউন্ড বল এ্যামো ফায়ার করা হয়। ফলে পাচারকারীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। টহল দল তাদেরকে ধাওয়া করলে তারা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।পরে টহলদল ঘটনাস্থল হতে একটি বিদেশী পিস্তুল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড উদ্ধার করেন।