বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থি ভাবে কমিটি গঠন করায় নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জেমস ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
বৃহ¯পতিবার (২৩ জানুয়ারি) কেন্দ্রীয় ছাত্রলীগের এক জরুরী সভায় তাদের দু’জনকে চার কার্য দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। চিঠিটি বাংলাদেশ ছাত্রলীগ, নাটোর জেলা শাখার উদ্দেশ্যে প্রেস বিজ্ঞপ্তিঃ শিরোনাম দিয়ে ছাড়া হলে তা ভাইরাল হয়ে যায়।
কেন্দ্রীয় ছাত্রলীগের প্যাডে কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ স¤পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ, নাটোর জেলা শাখার অন্তর্গত গুরুদাসপুর উপজেলা, গুরুদাসপুর পৌর এবং বিলচলন শহীদ সামছুজ্জোহা সরকারী কলেজ শাখার নবগঠিত কমিটি গঠণতন্ত্র পরিপন্থীভাবে গঠন করায় উক্ত কমিটিসমূহ বিলুপ্ত ঘোষণা করে পূর্বের কমিটিসমূহ বহাল করা হলো।
আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় রাকিবুল হাসান জেমস (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, নাটোর জেলা শাখা) ও রিয়াজুল ইসলাম মাসুম (সাধারণ স¤পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, নাটোর জেলা শাখা)- আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী ৪
(চার) কার্যদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।