পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসোইটির আয়োজনে ১ম জাতীয় আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন

এস এম আলম, পাবনা, ১৬ জানুয়ারি : পাবনায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসোইটি আয়োজিত ১ম জাতীয় আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব-২০২০ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসোইটি অ্যালামনাই এসোসিয়েশনের প্রেসিডেন্ট ইব্রাহিম সাব্বির , সাধারন স¤পাদক আসাদুল্লাহ গালিব, পাবনা প্রেসক্লাবের সাধারণ স¤পাদক আঁখিনূর ইসলাম রেমন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবিপ্রবি ডিএস সাধারন স¤পাদক রাজীব রায়হান সহ সাংবাদিকবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীগণ, পাবিপ্রবি ডিএস এর সদস্যবৃন্দ। ইউনিভার্সাল গ্রুপ নিবেদিত পাস্টডিএস একলেসিয়া ১ম জাতীয় আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব ১৭ ও ১৮ জানুয়ারি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বাংলাদেশের ৩২ টি বিশ্ববিদ্যালয়ের ৯৬ জন বিতার্কিক গণ ১ টি শিরোপা লড়াইয়ে ৭০ টি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করবেন। বাংলাদেশের স্বনামধন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিতার্কিক ,বিচারক ও এডজুকেটর গণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত বিতার্কিক, বিচারক ও এডজুকেটরদের মনোরঞ্জনে পাস্টডিএস আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে ।