কালিগঞ্জের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতেসরকার ও এনজিও সর্বাত্মক ভাবে কাজ করছে…………উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী


কালিগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে সরকার ও এনজিও স্বর্বাত্মভাবে কাজ করছে। বেসরকারী উন্নয়ন সংস্থা গুলোর সমন্বয় ঘটিয়ে সমাজসেবা  অফিস অনেকটা এগিয়ে আছে। সমাজ থেকে ঝরে পড়া শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। বর্তমান দেশটি মধ্যম আয়ের দেশ হিসাবে পরিচিতি লাভ করতে যাচ্ছে। সমাজসেবা দিবসে প্রধান অতিথির বক্তব্যে কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী একথা বলেন। বৃহস্পতিবার বেলা ১১ টায় অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল এর সভাপতিত্বে সমাজসেবা দিবস এবং  মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামান, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু।  অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে আরও বলেন  সমাজ উন্নয়নে সকলেই আন্তরিক হয়ে কাজ করতে হবে। মাদক নির্মূলে সকল শ্রেনী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে  রুখতে হবে। মাদক স্বমূলে বিনাশ না করা গেলেও কমাতে সর্বাত্বক সহযোগীতা করতে হবে। শুধু ফেসবুকে আসক্ত হলে চলবে না।   সবকিছুর কুফল ও সুফল আছে। তবে সুফলটাই বেশি হওয়া দরকার। যেমন আমি সম্প্রতি একটি পানির প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে কালিগঞ্জ কলেজের কতিপয় ছাত্রলীগ পরিচয়দানকারীর বিরুদ্ধে ভর্তি বানির্জ্যের অভিযোগ উঠে। আমি বলেছি ঐসকল ছাত্রলীগকে পিটিয়ে বিন্দাবনে পাঠানো হবে। আমি চাই সমাজ তথা দেশের কল্যাণে কাজ করবে এমন ছেলেরাই ছাত্রলীগে আসুক। আমার মোট ১৩ মিনিটের বক্তব্য থেকে ৩৬ সেকেন্ড কার্টকরে সেটি ফেসবুকে দিয়ে অপ-প্রচার করা হয়েছে। যেটা ছিল পরিকল্পিত ভাবে আমাকে অপদস্থ করার উদ্দেশ্য। একই সাথে কালিগঞ্জ অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।