উজ্জ্বল স্বর্গের প্রেম ও প্রিয়মত জন্মভূমি




হে অপূর্ব ও অপরূপ উজ্জ্বল স্বর্গের প্রেমময় ও প্রিয়তম জন্মভূমি।
আজ এই নব বর্ষে তোমার দেহের অন্তর্হিত

প্রেম ও ভালোবাসা থেকে মহৎ কল্যাণ আর সেবা করো উন্মোচন।
তারপর তোমার এই প্রিয় জাতিকে আর্দশ ও সভ্যতায় গড়ে তোল,
বিশ্ব-মানবতার দক্ষ নির্মাণ আর নতুন আর্দশ চেতনায়।
দেশপ্রেম ও ভালোবাসার উজ্জ্বল বাতি থেকে তুমিই

জ্ঞানের বিশুদ্ধ আলো দাও সময়ের বিদগ্ধ প্রেরণা।
আমরাতো তোমারই সমগ্র অস্তিত্বের অবিচ্ছেদ্য প্রাণ!
তুমিইতো আমাদের গোপন ও প্রকাশ জ্ঞানের আর্দশ।
তোমার মানবতা ও প্রেম থেকেই সমগ্র জাতির সভ্যতা হয় প্রস্ফুটিত!
আমরা সবাই তোমার ভালোবাসার প্রেম মিলনে বিলিন মগ্ন।
তোমার যৌবন পেয়ালার অমৃত সুধায় দিওয়ানা আমরা দক্ষ দেশপ্রেমিক।
যেন অবিস্মরণীয় অণু-পরমাণু ও পজিটন নূরের ঈশ্বর কণা!
আমাদের নয়ন আনন্দ আর অশ্রুর প্রতিটি

ফোঁটায় ফোঁটায় তোমার প্রেম ভালোবাসা আর মানবতার সেবা,
এক আত্মার শিশির বিন্দু ও প্রজ্বলিত প্রদীপ শিখার মতো জ্বল-জ্বল আলো।
যেন মহান গৌরব ও সৌন্দর্যে আত্মহারা সভ্যতার মহা-সম্মান বোধ,
চেতনার কল্যাণ ও সময়ের ইতিহাস থেকেই তোমার গতি ও প্রগতি-
দুঃখ কষ্টের মধ্যেই তুমি আমাদের প্রিয়তম জননী ও প্রিয়তম মাতা!
স্বজন আর জাতির এক পরম সত্য ও বিশ্বাসী বন্ধু।
একই আত্মায় তুমি আর আমরা যেন পুষ্প বনের পাখি
মৌমাছির মধুভরা ফুল ও মৃত্তিকার মাঠে নতুন ফসল।
কূজন কলতান গানে অমরত্ব দান করো তুমি অনাদি বিশোধন প্রেম!
তোমার মহান ভাষা শহীদের রক্ত ও বিদগ্ধ মুক্তিযুদ্ধের ত্যাগের মহিমায়।
নূরময় আত্মার আলো ও প্রজ্ঞময় সভ্যতার এই সম্মান,
প্রিয় স্বর্গের উজ্জ্বল প্রতিভাস তুমিইতো প্রেমময় আনন্দ অশ্রু!
আমাদের ব্যাকুল অভিসারে জন্ম ও জন্মান্তরে তুমিই

নব নব নির্মাণ আর বসন্ত উদ্যান শোভায় ফুল ও ফলের সৌরভ।
তুমিই আমাদের চিরন্তন ও অনাদি নূরের এক উজ্জ্বল নতুন বছরের আলো!
প্রিয়তম মাতৃভূমি আমার,প্রিয়তম জন্মভূমি আমার,
প্রিয়তমা প্রাণের স্বদেশ আমাদের,তুমিইতো মহান প্রিয় বাংলাদেশ।