তাহেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাক চাপায় কলেজ শিক্ষক সেরাজুল করিম (এবল) সরদার (৫০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার বিড়ালদহ মাইপাড়া নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সেরাজুল করিম (এবল) সরদার বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের চৌকিরপাড়া মহল্লার মৃত ইদ্রিস আলী সরদারের ছেলে। তিনি রাজশাহীর একটি কলেজে শিক্ষকতার পাশাপাশি তাহেরপুরের নিজ বাড়িতে হোমিও চিকিৎসা করতেন। বিষয়টি নিশ্চিত করে পবা হাইওয়ের শিবপুর ফাঁড়ির এসআই কাজল কুমার নন্দি জানান, কলেজ শিক্ষক সেরাজুল করিম (এবল) পুঠিয়ার দিক থেকে মোটরসাইকেল নিয়ে রাজশাহীগামী একটি মালবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের ধাক্কায় তিনি মহাসড়কে পড়ে যায়। এরপর সেই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ঘাতক ট্রাকটি স্থানী জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। এবং পরিবারের কাছে খবর দেয়া হয়েছে। তারা এলে মরদেহের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। এদিকে শিক্ষক সেরাজুল করিম এবল সরদারের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।