বাবা মায়ের কবরের পাশে শায়িত বগুড়া-৩ আসনের সাবেক এমপি মরহুম আব্দুল মোমিন তালুকদারের দাফন সম্পন্ন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকার চার দফায় নামাজে জানাজা শেষে বিকেলে তার গ্রামের বাড়ি আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কালাইকুড়ি গ্রামে তাকে বাবা মায়ের কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়েছে। গত মঙ্গলবার ভোর রাতে সাবেক সাংসদ মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকার মরদেহ ঢাকা থেকে নিয়ে আসা হয়। পরদিন বুধবার (২৯ জানুয়ারী) সকাল ৯ টায় বগুড়ার দুপচাঁচিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে প্রথম বার, বেলা সাড়ে ১০ টায় আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজ মাঠে ২য় বার, বেলা সাড়ে ১১ টায় সান্তাহার স্টেডিয়ামে ৩য় বার এবং বাদজোহর তার গ্রামের বাড়ি আদমদীঘির কালাইকুড়ি গ্রামে ৪র্থ বার মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা সাবেক সাংসদ মরহুম আব্দুল মজিদ তালুকদার ও মা মরহুমা রাবেয়া মজিদের কবরের পাশে মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকাকে দাফন সম্পন্ন করা হয়েছে। মরহুমের নামাজে জানাজায় বগুড়া জেলা বিএনপির নেতৃবর্গ, আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলাসহ পাশের বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মিসহ হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন।
এদিকে বিএনপির সাবেক সাংসদ আব্দুল মোমিন তালুকদারের মৃত্যুতে শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন. আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান. সহসভাপতি গোলাম মোস্তফা, বেনজীর রহমান, সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সহ সম্পাদক হেদায়েতুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান, মিহির সরকার, আনোয়ার হোসাইন, মোমিন খান, সবুর খান। আদমদীঘি হাজি তাছের আহমেদ মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তফা আহমেদ নাইডু, আদমদীঘি গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস ছালাম তালুকদার।