লালমনিরহাট প্রতিনিধি॥ লালমনিরহাটে প্রিজন ভ্যানের ধাক্কায় ফজলুল হক(৫৭) নামে (পিডাব্লডি)ওয়াশার এক কর্মচারীর মৃত্যু হয়েছে। সোমবার(২৩ ডিসেম্বর) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত ফজলুল হক পাটগ্রাম উপজেলার পানবাড়ি গ্রামের মৃত ফান্দু পাইকারের ছেলে। তিনি ওয়াশার (পিডাব্লুডি) মটর চালক পদে লালমনিরহাট কারাগারে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে লালমনিরহাট কারাগারের মুল ফটকের গেটের পাশে ওয়াশার লাইনে কাজ করছিলো কিনা জানার জন্য মুল ফটকের কারারক্ষির সাথে কথা বলছিলেন মটর চালক ফজলুল হক। এ সময় আদালত থেকে কারাগারে আসামী নিতে আসা একটি প্রিজন ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে পিছন দিক থেকে ফজলুল হককে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে দ্রুত ওই প্রিজন ভ্যানেই তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথেই তার মৃত্যু হয়। লালমনিরহাট (পিডাব্লডি) ওয়াশার উপ সহকারী প্রকৌশলী কামাল হোসেন বলেন, কারাগারে কর্মরত ওয়াশার মটর চালক ফজলুল হক প্রিজনভ্যানের ধাক্কায় আহত হলে তাকে রংপুর নেয়ার পথে মারা যান তিনি। লালমনিরহাট কারাগারের জেল সুপার কিশোর কুমার নাগ ও লালমনিরহাট কোর্ট থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।