স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবাইয়া শারমিন রুম্পার ধর্ষণের অভিযোগের কোন সত্যতা পায়নি ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।
আজ দুপুরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি, ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বলেন, রুম্পার মরদেহে ৩ ধরনের ময়নাতদন্ত করতে দেয়া হয়েছিল। এরমধ্যে বায়োলজিক্যাল রির্পোটে ধর্ষণের আলামত মেলেনি। আর এটি হত্যা না আত্মহত্যা, তা জানার জন্য আরো ২টি প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। পাশাপাশি পুলিশের তদন্তেরও প্রয়োজন বলে জানান ফরেনসিক প্রধান।