নওগাঁর আত্রাইয়ে মানব পাচার ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতনতা মূলক সভা

নওগাঁর আত্রাইয়ে মানব পাচার ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএস আই ডি ও ইউনরক ইন্টারন্যাশনাল এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সচেতন, রাজশাহীর, বাস্তবায়নে বাংলাদেশ কাউন্টার ট্রাফিকিং ইন পার্সন (বিসি/টিআইপি)প্রকল্পের আত্রাই উপজেলায় কর্মরত বিভিন্ন কমিউনিটি বেসর্ড অর্গানাজেশন(সিবিও)দের নিয়ে মানব পাচার ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতনতা মূলক সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম । সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, সচেতন, রাজশাহী প্রোগ্রাম অফিসার রোকসানা পারভীন, সচেতন, রাজশাহী প্রোগ্রাম অফিসার শিরিন আকতার, বিসিটি/আইপি সচেতন,রাজশাহী , প্রোগ্রাম এ্যাসিস্টেন মোঃ রবিউল ইসলাম, আস্থা শিশু ও মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন সাংবাদিক রওশন আরা পারভীন শিলা, আত্রাই পল্লী উন্নয়ন সংস্থার পরিচালক ফারুক আহম্মেদ, শাপলা উন্নয়ন সংস্থার আত্রাই উপজেলা প্রতিনিধি ফরিদ উদ্দিন মন্ডল, মুক্তা নারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি সাজেদুর রহমান, কুমঘাট নারী উন্নয়ন সংস্থার পরিচালক ছবি রানী প্রমূখ।