লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ীর বাগদীর বাজার আশ্রয়ন প্রকল্পের সভাপতির বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অর্থ আত্যসাথের অভিযোগ করেছে সমিতির সহ-সভাপতি মোঃ হানিফ মিয়া। সোমবার ৯ ডিসেম্বর বিকেলে উপজেলা নির্বাহী অফিসারকে এই অভিযোগ দাখিল করিলে ১০ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা সমবায় অফিসার এলাহী বকসকে তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, সভাপতি হযরত আলী প্রায় ৭ বছর ধরে কমিটি বিহীন সভাপতি দাবী করে আশ্রয়ন বাসীর নামে পুকুরের মাছ তুলে সভাপতি হযরত আলী বিক্রি করে লাখ লাখ টাকা আত্যসাত করেন। যা আশ্রয়নের ১১০টি পরিবার ভোগ করার কথা ছিল। এছাড়া ৪০টি দোকানের প্রতিমাসে ২শ করে টাকা উত্তোলন করে নেন। ওই হিসেব কমিটির অপর সদস্যদের দেয়া হচ্ছে না। এছাড়া তার বিরুদ্ধে অনেক অভিযোগ তুলেছেন আশ্রয়নবাসী। এব্যাপারে আদিতমারী উপজেলার সমবায় অফিসার এলাহী বকস জানান, আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার তদন্তের দায়িত্ব দিয়েছেন। বিষয়টি কয়েকদিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট দাখিল করা হবে।