বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম,রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন ‘খালেদা জিয়ার মুক্তি মানেই গণতন্ত্রের মুক্তি’ ।এ মুহূর্তে দেশে গণতন্ত্র ফিরে আসা মানে খালেদা জিয়ার মুক্তি। তার মুক্তি হলে, সেটি হবে গণতন্ত্রের মুক্তি, গণমাধ্যমের মুক্তি, গণমানুষের মুক্তি । বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন না হলে আন্দোলনের ডাক দেবে বিএনপি। ১২ডিসেম্বর খালেদা জিয়ার মুক্তি না হলে বুঝতে হবে শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপের কারণে তার মুক্তি হয়নি। আর যদি তাই হয়, তাহলে ১২ডিসেম্বরের পর এদেশে এক দফা আন্দোলন হবে। আর তা হবে স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলন । খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে ।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । আজ রবিবার সকাল ১০ টার দিকে শহরের আলাইপুর এলাকায় দলীয় কার্যালয় প্রাঙ্গনে তারা এই কর্মসুচি পালন করে। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য এমদাদুল হক আল মামুন, অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, ফরহাদ আলী দেওয়ান শাহীন, খবির উদ্দীন শাহ, বাবুল চেীধুরী সহ দলের নের্তৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বর্তমান ফ্যাসিষ্ট সরকার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ভয় পায়। তাই তাকে মুক্তি দিতে দিচ্ছে না। কিন্তু বিএনপি নেতা-কর্মী ও সমর্থকরা সংগঠিত হয়ে আন্দোলনের মাধ্যমে তাদের নেত্রীকে মুক্ত করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করবে।