বীরগঞ্জ হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

বীরগঞ্জ ৬ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক-পেশাজীবি, সাংবাদিক সংগঠন, স্কুল-কলেজ ও মাদ্রসাসহ সকল শ্রেণী-পেশার মানুষের অংশ গ্রহন উপজেলা চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভায় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক-পেশাজীবি বক্তব রাখেন। দিবসের শুরুতেই তাজমহল সিনেসমা হল মোড়ে শহীদ বুধারু স্মৃতিস্তম্ভে ও বীরগঞ্জ প্রেসক্লাবের পাশে শহীদ মহসীন আলী’র কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।

১৯৭১ইং এই দিনে মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্র বাহিনীর আক্রমনে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের ভাতগাঁও ব্রীজে বাংকারে পাকিস্তানী হানাদার বাহিনী অবস্থান নেয়। যৌথ বাহিনীর টেংক-কামান-মেশিনগান ও বিমান হামলা থেকে নিজেদের বাঁচতে পাকিস্তানী হানাদার বাহিনী পালিয়ে যায়। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাস্কিৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী সমাপ্ত করা হয়।