মৌলভীবাজারে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ২ ডিসেম্বর সকালে। “এরকম হাজারো মানবিক ঘটনার পাশে থেকে অতন্দ্র প্রহরীর মত কাজ করে যাচ্ছে বিএনএফ” “ জীবন হবে মানবিক, জয় হবে বিশ্ব মানবতার” শ্লোগানে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার স্থানীয় সরকার উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ রোকন উদ্দিন এর সভাপতিত্বে ও আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সকল সহযোগী সংস্থার পাটনারদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- মৌলভীবাজার আব্দা বহু মুখী যুব সংঘ চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান, ইয়ুথ এন্ড ইয়ুথ ওয়েন্স অর্গানাইজেশন এর চেয়ারম্যান আহসান হাবিবুলাহ, সিডা, মৌলভীবাজার এর চেয়ারম্যান শেখ শামসুজ্জামান সেলিম, প্রধান নির্বাহী তৌহিবুল ইসলাম মিলন, সাকো নির্বাহী পরিচালক শামীম আহমদ, আজাদুর রহমান ও মোঃ মাহবুবুর রহমান প্রমুখ। প্রধান অতিথি জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন- বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সকল কাজে স্বচ্চতা ও গতিশীলতা আসছে। জীবন যাত্রার মান উন্নয়নে এনজিও কাজ করে যাচ্ছে। তিনি চা বাগান এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে কাজ করার তাগিদ দেন। র্যালী ও আলোচনা সভায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সকল সহযোগী সংস্থা ও বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।