দুর্গাপুরে আদিবাসীদের সামাজিক সুরক্ষা ও মানবাধিকার সংরক্ষনে মতবিনিময় সভা

দুর্গাপুর(নেত্রকোনা)সংবাদদাতা
নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস ময়মনসিংহ অঞ্চলের প্রদীপ এমজেএফ প্রকল্পের আয়োজনে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচীতে অর্ন্তভুক্তি ও আদিবাসীদের মানবাধিকার সংরক্ষনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সোমবার।
কারিতাস আঞ্চলিক অফিসের হলরুমে রাজনৈতিক নেতৃবৃন্দ,সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তা,সাংবাদিক ও আদিবাসী নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ এর সভাপতিত্বে কারিতাসের প্রোগ্রাম অফিসার(জেন্ডার) রোজি রংমা এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম,প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বৃহত্তর ময়মনসিংহ বিভাগের আইনজীবি ও সাংবাদিক ফোরামের সভাপতি এডভোকেট প্রবীর মজুমদার। অন্যান্যের মধ্যে আলোচনা করেন, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের প্রোগ্রাম কো-অর্ডিনেটর শশাঙ্ক রিছিল, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল,জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম,বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর পরিচালক শরদিন্দু সরকার স্বপন,ইউপি চেয়ারম্যান,মোঃ শাহিনুর আলম সাজু, রফিকুল ইসলাম রুহু, কাউন্সিলর বিপ্লব রেমা,টিডব্লিউ এর চেয়ারম্যান বনকিন মানখিন প্রমুখ। সভায় বক্তারা সমতলের আদিবাসীদের সামাজিক সুরক্ষা ও মানবাধিকার সংরক্ষনে সকলের সহযোগীতা করার আহ্বান জানান।