বগুড়ার সদরের গোকুলে বাস- পিকআপ ও মোটরসাইকেলের ত্রী-মুখী সংঘর্ষে আহত ৩

বগুড়ার গোকুলে বাস- পিকআপ ও মোটরসাইকেলের ত্রী-মুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩জন আহত হয়েছে। এদের মধ্যে মোটরসাইকেল আরোহীর অবস্থা আশংকাজনক। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১১টায় বগুড়ার সদরের গোকুল ইউনিয়নের সবুজ নার্সারীর সামনে ঢাকা-রংপুর মহাসড়কে সোমা এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস রংপুর দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী পিকআপের সাথে সংঘর্ষ হয়ে পাশে একটি মোটার সাইকেল আরোহীকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী বগুড়ার সদর উপজেলা এরুলিয়া গ্রামের সেকেন্দার আলীর পুত্র মেহেদী হাসান (৩২) মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে অলৌকিক ভাবে বেঁচে গেলেও তার মোটরসাইকেল দুমড়ে মুচড়ে ছিন্নভিন্ন হয়ে যায়। এলাকাবাসী ও শিবগঞ্জের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দূর্ঘটনায় আহত অপর ২ বাসযাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। দূর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই ফিরোজ সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনা কবলিত যানবাহন মহাসড়কের মাঝ থেকে সড়ে নিয়ে রাস্তার ২পাশে আটকে থাকা যানবাহন চলাচলে স্বাভাবিক করেন।