গনমাধ্যম কর্মী এবং জনপ্রতিনিধিদের জঙ্গীবাদ ও উগ্রবাদ বিষয়ে ¯পষ্ট ধারণা নিয়ে পাবনায় অনুষ্ঠিত হয়েছে সেমিনার। আজ সকালে পাবনা পুলিশ লাইনস মিলনায়তনে পুলিশের সন্ত্রাস দমন ও আর্ন্তজাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন পাবনার জেলা প্রশাসক কবির মাহমুদ। অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট্র জাহিদ নেওয়াজ , জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পুলিশের সন্ত্রাস দমন ও আর্ন্তজাতিক অপরাধ প্রতিরোধ সেলের অতিরিক্ত ডেপুটি কমিশনার আহম্মেদুল ইসলাম পিপিএম,পাবনা প্রেস ক্লাবের সভাপতি শিবজিত নাগ। সেমিনারে জঙ্গীবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃস্টির লক্ষে জনপ্রতিনিধি ও গনমাধ্যম কর্মীদের সহায়তা চাওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালন করেন ডিএমপি এএসপি গোলাম মোর্শেদ।