মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) প্রতিনিধি ঃ
পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর গ্রামে বাংলার ঐতিহ্যবাহি হা-ডু-ডু প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শহীদ সামসুদ্দীন স্মৃতি সংঘের আয়োজনে ও বেসরকারি এনজিও পিসিডি এর সহযোগিতায় ২৭ নভেম্বর বুধবার বিকেল সাড়ে ৩টায় এ হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় জাবরকোল হাডুডু একাডেমি ১০৯-৫৭ পয়েন্ট নিয়ে নুরনগর হাডুডু একাডেমি’কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এ খেলায় ৮ টি দল অংশ গ্রহণ করেছিল।
শহীদ সামসুদ্দীন স্মৃতি সংঘের সভাপতি মিজানুর রহমান রতনের সভাপতিত্বে ফাইনাল খেলা উদ্বোধন করেন, গুনাইগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ জোয়াদ্দার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ শেখ নাসীর উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইছাহক আলী মানিক।
এ সময় গুনাইগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইউনুস আলী। মন্ডতোষ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রশীদ মামুন, গুনাইগাছা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হাই, গুনাইগাছা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান গোলাম মওলা, আওয়ামীলীগ নেতা নুর ইসলাম মিন্টুসহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।