শাহজাদপুরে দু’পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ : আহত ৬

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামে পূর্ব শত্রæতার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত ১ ও আহত ৬। রবিবার সকালে উপজেলার বৃ-আঙ্গারু গ্রামে সরকারি জলাশয় ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুল্লাহ গং ও নিজাম গংদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ফালা বিদ্ধ হয়ে নিজাম গ্রæপের ছোলায়মান প্রাং ওরফে ছোলাই এর পুত্র আব্দুল আউয়াল প্রাং (৪০) নিহত হয়েছে। সংঘর্ষে ৬ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, একই গ্রামের হাজী আব্দুল মান্নান এর পুত্র আবু তালেব (৫০), শের আলী প্রাং এর পুত্র মোহন প্রাং (৩৩), চাঁদ আলী প্রাং এর পুত্র বাবু প্রাং (৩৬), মৃত নুহু প্রাং এর পুত্র ইয়াসিন (৩১), শেরালী এর পুত্র মোসলেম (৩০), ছবের প্রাং এর পুত্র আবুল কাশেম (৩৬)। এদের মধ্যে আবুল তালেব এর অবস্থা আশঙ্কজনক। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃ-আঙ্গারু গ্রামের একটি সরকারি জলাশয়কে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ আব্দুল্লাহ গং ও নিজাম গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর আগেও দু’পক্ষের মধ্যে কয়েক দফা বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা হক শেলী ও থানা অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান। ঘটানাস্থলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এলাকায় থমথমে অবস্থার বিরাজ করছে।