ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় চাটমোহরের ঠিকাদার আমীর হোসেন বাবলু নিহত

আজ ১৮ নভেম্বর ‘১৯ সোমবার রাত ১.৩০টায় ঈশ্বরদী বিমানবন্দর সড়কে রেঁনেসা ক্লাবের নিকট দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় আমীর হোসেন বাবলু (৩৮) নামের একজন রিক্সারোহী ঘটনস্হলেই নিহত হয়েছে। নিহত বাবলু পাবনা জেলার চাটমোহর আফ্রাতপাড়া মহল্লার বাসিন্দা ও আড়িং গাইল গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
নিহত বাবলু পেশায় একজন ঠিকাদার ও চাটমোহরের বে – সরকারি ‘ইসলামিক হাসপাতাল’ নামের ক্লিনিকের মালিক । রিক্সা যোগে রেলগেট থেকে ষ্টেশন অভিমুখে যাবার সময় পেছন থেকে লালপুর গামী একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে রিক্সা উল্টে যায় এবং বাবলু মাথায় এবং বাম হাতে প্রচন্ড আঘাত পায়। প্রচন্ড রক্তখরনের ফলে বাবলু ঘটনাস্হলেই মৃত্যু বরন করে। ঘটনার পর রিক্সা চালক ও ঘাতক ট্রাকটি নিরাপদে পালিয়ে যায়।
সংবাদ পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্হলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।ময়নাতদন্তের পর আত্মীয় স্বজনদের কাছে বাবলুর লাশ হস্তান্তর করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।