তাড়াশে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলনের প্রতিবাদে উপজেলা আ’লীগের সংবাদ সম্মেলন

সোহেল রানা সোহাগঃ
সিরাজগঞ্জের তাড়াশে ৬৪ সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ এমপি’র বিরুদ্ধে গন মাধ্যমে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ মিথ্যা ,বানোয়াট তথ্য দিয়ে যে সংবাদ সম্মেলন করেছে তার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তাড়াশ উপজেলা আ’লীগ। রবিবার (১৭ নভেম্বর) দুপুরে আ’লীগ কার্যালয়ে দলের সভাপতি ও সাবেক উপজেলার চেয়ারম্যান মোঃ আব্দুল হক উপজেলার কর্মরত সাংবাদিকদের সামনে এক লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১০ নভেম্বর বে-সরকারী টেলিভিশনে একুশে টিভিতে হ্যালো লিডার অনুষ্ঠান নিয়ে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ মিথ্যা ,বানোয়াট তথ্য দিয়ে যে সংবাদ সম্মেলন করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাবুল শেখের প্রদত্ত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যে বাংলাদেশ আ’লীগ তাড়াশ উপজেলা শাখা বিব্রতকর এবং দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে বলে মনে করি। তিনি জানেন না যে, মাননীয় জাতীয় সংসদ অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ বাংলাদেশ আ’লীগ তাড়াশ উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা,আ’লীগ পেশাজীবি সংগঠনের কেন্দ্রীয় নেতা,সাবেক ছাত্রলীগ নেতা এবং ২১শে আগষ্ট মর্মান্তিক গ্রেনেড হামলার আহত আ’লীগ কর্মী। তার সততা ও গুনাবলীর জন্য জননেত্রী শেখ হাসিনা তাঁকে আ’লীগ হতে মনোনয়ন প্রদান করেছেন এবং জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এমপি হয়ে এলাকার উন্নয়ন এগিয়ে নিচ্ছে।তার জন প্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একটি কু চক্রি মহল তাঁর ও দলের সুনাম ক্ষুন্ন করার চেষ্টায় লিপ্ত আছে। তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ মিথ্যা ,বানোয়াট ও বিভ্রান্তকর তথ্য দিয়ে ১৪ নভেম্বর যে সংবাদ সম্মেলন করেছে তাড়াশ উপজেলা আ’লীগ থেকে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল উপজেলা আ’লীগের সহ সভাপতি মির্জা আকবর আলী , সাধারণ সম্পাদক সনজিত কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক রজত কুমার ঘোষ,সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান লাবু,প্রচার ও প্রকাশনা সম্পাদক আছাব আলী কিরণ, মহিলা আ’লীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, জাতীয় চার নেতা পরিষদের তাড়াশ উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, ছাত্র লীগ নেতা আনিছ প্রধান প্রমুখ।