সাঁথিয়া প্রতিনিধিঃ সাঁথিয়া উপজেলার মাধপুর আল-কাদরীয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার ফরম পুরনে ২৭০০ থেকে ৩২০০ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এলাকায় নানা গুঞ্জন চলছে।
জানা যায়, উপজেলার মাধপুর আল-কাদরীয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার ফরম পুরন শুরু হয় কয়েক দিন আগে থেকে। এতে পরীক্ষার্থী সোহাগের নিকট থেকে ৩২০০ টাকা ও উত্তর শোলাবাড়ীয়া গ্রামের কালামের ছেলেসহ অন্যদের নিকট থেকে ২৭০০ টাকা করে বিনা রশিদে আদায় করছেন। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে একজন অভিভাবক সদস্য বলেন, সুপারকে গরীব পরীক্ষার্থীদের জন্য ফরম ফি কম নেয়ার কথা বললে তিনি কথা রাখেন না। এ বিষয়ে মাদ্রাসার সুপার আঃ রউফ বলেন, সরকারী নির্দেশ মত নেয়া হচ্ছে। মাধপুর আল-কাদরীয়া দাখিল মাদ্রাসায় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আরশেদ আলী ভান্ডারী বলেন, তিন হাজার-বত্রিশ শত টাকা নেয়ার অভিযোগ তিনি শুনেছেন বলে স্বীকার করেন। সাঁথিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিদ্দিকুর রহমান বলেন, ওই সুপারকে রশি দিয়ে ধরতে হবে। পরে তিনি আরো বলেন মাদ্রাসার নিয়মানুযায়ী ফি নেয়ার কথা বলা হয়েছে।