মহাসড়কে সিএনজি-অটোরিক্সা চালানোর দাবিতে ঈশ্বরদীতে অবরোধ ও বিক্ষোভ -সমাবেশ করেছে সিএনজি-অটোরিক্সা চালকরা। শুক্রবার সকাল থেকে দাশুড়িয়া ট্রাফিক মোড়ে এসব কর্মসূচি পালন করা হয়। সমাবেশে রফিকুল ইসলামের সভাপতিত্বে হামিদুল ইসলাম, রবিউল ইসলাম, মাছুম, জমিন, মুকুলসহ অন্যান্য বক্তারা বলেন, মহাসড়কের পাশ দিয়ে রাস্তা চাই আইন প্রনয়নের আগে। বিকল্প রাস্তা না হওয়া পর্যন্ত সিএনজি অটোরিক্সা চালানোর অনুমতি দিতে হবে। সমাবেশ চলাকালে দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকায় মহাসড়কের চারপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়। বিশেষ করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার উদ্দেশ্যে আসা হাজারো শিক্ষার্থীকে বেশী ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টিকে গুরুত্ব দিয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ কিছু শিক্ষার্থীকে ভিন্ন ভিন্ন যানবাহনে পাবনাতে পাঠিয়ে দেয় এবং কিছু শিক্ষার্থীরা জীবনের ঝুঁকিনিয়ে ট্রাকে উঠে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে রওনা দেয় । অবস্থা বুঝে পুলিশ পিকাপ দিয়েও পাবনাতে পৌঁছেয়ে দেওয়া হয় কিছু শিক্ষার্থীকে। পাকশী হাইওয়ে ফাঁড়ির অফিসার ইনচার্জ আলমগীর কবির, জানান, সরকার থেকে মহাসড়কে সিএনজি-অটোরিক্সা চলাচল বন্ধ করা হয়েছে। এ কারণে সরকারের নির্দেশনা মোতাবেক পুলিশ মহাসড়কে সি এনজি অটোরিক্সা চলাচল নিষিদ্ধ করেছে।