দুর্নীতি প্রতিরোধে এবং সোনার বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- দুদক মহাপরিচালক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এর মহাপরিচালক সারোয়ার মাহমুদ বলেছেন, দুর্নীতি নির্মূল না হলে সোনার বাংলাদেশ গড়া অসম্ভব কিন্তু সেই অসম্ভব কে দুর্নীতি রুখে দেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে জয় করতে হবে। তিনি বলেন দুর্নীতি দমনে কাউকে ছাড় দেওয়া হবেনা দুদক আগের থেকে এখন অনেক শক্তিশালী যে ধারাবাহিকতায় ক্রমান্বয়ে আরও চমক আসবে জনগণের সামনে।
বৃহস্পতিবার রাতে বগুড়া সার্কিট হাউসে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ এবং দুদক বগুড়া কার্যালয়ের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি উপোরোক্ত কথাগুলি বলেন। সভায় জেলা দুপ্রকের নেতৃবৃন্দদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, দুদক সরাসরি দুর্নীতি দমনে কাজ করে যাচ্ছে যা দিন দিন আরো বেগবান হবে। এর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী মনোভাব গঠন এবং নিজ নিজ জেলায় সাধারণ মানুষকে সচেতন করতে তিনি প্রতিরোধমূলক কার্যক্রম আরো বেগবান করার আহবান জানান। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর মোজাম্মেল হকের নেতৃত্বে সভায় জেলা দুপ্রকের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন কার্যনির্বাহী সদস্য এ্যাড. বিনয় কুমার দাষ ও সাংবাদিক সঞ্জু রায়। এসময় উপস্থিত ছিলেন জেলা দুপ্রকের কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ আহম্মেদ ও বাবুল আখতার রিপন। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক যথাক্রমে আমিনুল ইসলাম ও রবীন্দ্র নাথ চাকী, উপ-সহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরী এবং সহকারী পরিদর্শক মাহবুবুর রহমান।