পিঁয়াজের বীজ উৎপাদনে উন্নত কলা-কৌশল শীর্ষক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ রবিবার ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র অনুষ্ঠিত হয়েছে। উদ্যান গবেষণা কেন্দ্র আয়োজিত পিঁয়াজের বীজ উৎপাদন কর্মসূচি প্রকল্পের অধীনে আরএআরএস-এর মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএআরএস-এর পরিচালক রইছ উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনসটিউটের কোন্দল ফসল গবেষণা বিষয়ক পরিচালক ড. এ কে এম শামসুল হক। বিশেষ অতিথি ছিলেন মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা রফি উদ্দিন ও ড. জসীম উদ্দিন। সঞ্চালনা করেন উর্দ্ধতন বৈজ্হানিক কর্মকর্তা ফারুক হোসেন। প্রশিক্ষণে এলাকার ৪০ জন নারী ও পুরুষ কৃষক অংশগ্রহন করেন।