সুন্দরগঞ্জে জেএসসিসহ সমমানের পরীক্ষায় অনুপস্থিত-২৫৪

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
চলতি জেএসসি, জেডিসি ও ভোকেশনাল পরীক্ষায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১১টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ছিল ২৫৪ জন। এর মধ্যে জেএসসি ১২৬ জন, জেডিসি ৭৮ জন ও ভোকেশনাল ৫০ জন। অপরদিকে জেএসসি পরীক্ষা কেন্দ্র সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে জোর পূর্বক প্রবেশ করা ও পুলিশের সরকারি কাজে বাঁধা প্রদান করায় বাবু মিয়া নামে এক যুবকে গ্রেফতার করেছে। এ নিয়ে থানায় মামলা হয়েছে। বাবু পৌরসভার বালাপাড়া মহল্লার আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে। উপজেলা কন্টোলরুম সূত্রে জানা গেছে, গতকাল শনিবার পরীক্ষার প্রথম দিন জেএসসিসহ সমমানের পরীক্ষায় জেএসসি পরীক্ষা কেন্দ্র কাঠগড়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৬৬৬ জন, অনুপস্থিত ১০ জন, শিবরাম স্কুল এন্ড কলেজে ৭১৯ জন, অনুপস্থিত ১০ জন, আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ৮২৪ জন, অনুপস্থিত ৩১ জন, আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬০৪ জন, অনুপস্থিত ০৮ জন, বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ে ১ হাজার ৯৩ জন, অনুপস্থিত ২২ জন, ধর্মপুর ডিডি এম উচ্চ বিদ্যালয়ে ১ হাজার ৮৪ জন, অনুপস্থিত ৩৫ জন, পাঁচগাছী শান্তিরাম উচ্চ বিদ্যালয়ে ৭৬৩ জন, অনুপস্থিত ১৩ জন, জেডিসি পরীক্ষা কেন্দ্র ধুমাইটারি ফাজিল মাদ্রাসায় ৭৪০ জন, অনুপস্থিত ৩৭ জন, বোয়ালি সিনিয়র মাদ্রাসায় ৬৭৮ জন, অনুপস্থিত ৪১ জন, ভোকেশনাল পরীক্ষা কেন্দ্র এস আইডি ভোকেশনাল স্কুলে ৩৬১ জন, অনুপস্থিত ২৩ জন এবং পাঁচগাছী শান্তিরাম মডেল স্কুলে ২৫৮ জন অনুপস্থিত ২৭ জন। থানা অফিসার ইনচার্জ এস.এম আব্দুস সোবহান জানান, পুলিশের সরকারি কাজে বাঁধা প্রদান ও খারাপ আচারণ করায় বাবুকে গ্রেফতার করা হয়েছে।