সংস্কার জরুরী-চাটমোহরের নিমইচড়ায় প্রায়ই ঘটছে দূর্ঘটনা

পাবনার চাটমোহরের নিমাইচড়া ইউনিয়নের কোবাদবাজার হতে মির্জাপুর হাট অভিমুখী ইটের রাস্তাটি ভেঙ্গেচুড়ে যাওয়ায় তা মানুষ ও যানবাহন চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পরেছে। এ রাস্তায় চলতে গিয়ে প্রায়ই দূর্ঘটনার শিকার হচ্ছেন ভ্যান, সাইকেল, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের চালকরা। মির্জাপুর গ্রামের ভ্যানচালক আব্দুর রাজ্জাক বুধবার দুপুরে কোবাদ বাজার থেকে মির্জাপুর যাবার সময় কলেজের রাস্তার সামনের ব্রীজে ওঠার সময় ভ্যানটি ভেঙ্গেচুড়ে যায়। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকন জানান, বন্যার সময় রাস্তাটিতে পানি উঠে নষ্ট হয়ে গিয়েছিল। কিছু দিন পূর্বে সংস্কার করেছি। গাইড ওয়াল না থাকায় রাখা সম্ভব হচ্ছে না। কিছুদিন পরে এ রাস্তায় নতুন কাজ শুরু হবে।