বিশ্বনাথে হামলায় যুবক আহত, মামলা গ্রেপ্তার ১

বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় লুলু মিয়া (২৮) নামের এক যুবক আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের প্রতাবপুর গ্রামের আবদুর রহমানের ছেলে। আশংকাজনক অবস্থায় লুলু মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানাগেছে। এঘটনায় আহত যুবকের পিতা আবদুর রহমান বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি রেখে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ২০।মামলায় অভিযুক্তরা হলেন-উপজেলার কুমারপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে তৈয়বুর রহমান কালা (২৫), লুৎফুর রহমান (২২), সাদিকুর রহমান (২০), একই গ্রামের মৃত আলতাবুর রহমানের ছেলে সফিকুল ইসলাম (৩৬), সাইদুল ইসলাম (৪৫), সিরাজুল ইসলাম (৫০)। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি তৈয়বুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। পরদিন আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।এামলার এজাহার সূত্রে জানাগেছে, বাদির ছেলের সঙ্গে অভিযুক্তদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত ২৭ অক্টোরব রাতে বাদির বসত বাড়ীতে অভিযুক্তরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে অনাধিকার প্রবেশ করে তার ছেলেকে অশ্লীন ভাষায় গালিগালাজ করেন। বাদির ছেলে এসময় ঘর থেকে বের হয়ে এর কারন জানতে চাইলে অভিযুক্তরা তাকে দেশীয় বিভিন্ন ধরণের অস্ত্র দিয়ে আঘাত করে। এতে বাদির ছেলে লুলু মিয়া গুরুত্বর আহত হন। পরে তাকে আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার এসআই দিদার আলম বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।