সোহেল রানা ঃ সরকারি এডওয়ার্ড কলেজে আয়োজনে শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে গত ৩০ অক্টোবর সাহিত্য সাংস্কৃতি কেন্দ্র ও জাতীয় দিবসসমূহ উদযাপন কমিটির আহবায়ক আশরাফ আলীর সভাপতিত্বে ও ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক নূর-ই-আলমের সঞ্চালনায় নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের চেতনা উপলদ্ধি এবং সংগ্রামী ইতিহাস জানাবার উদ্দেশ্যে বিজয় ফুল তৈরী, গল্প রচনা, কবিতা রচনা, কবিতা আবৃতি, চিত্রাঙ্কন, একক অভিনয়, চলচিত্র নির্মাণ এবং দেশাত্ববোধক সঙ্গীত ও জাতীয় সঙ্গিত প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়। এ সকল প্রতিযোগিতা কলেজের একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরকারি এডওয়ার্ড কলেজের উপাধক্ষ্য প্রফেসর মো. আহসান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রারেখ শিক্ষক পরিষদের সম্পাদক ড. একেএম শওকত আলী খান। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক শিহাব উদ্দিনসহ সাহিত্য ও সংস্কৃতিক কেন্দ্রের প্রাক্তন ছাত্র কলেজের অসংখ্য ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।