লালমনিরহাটে ২৬৮গৃহহীন পরিবারে গৃহনির্মানের কাজ সম্পন্ন

প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্র“তি বাস্তবায়নে লালমনিরহাটের ৫ উপজেলায় ২৬৮টি গৃহহীন পরিবারে গৃহনির্মানের কাজ সম্পন্ন হয়েছে। এগুলো লালমনিরহাট সদর উপজেরায় ৪২টি, আদিতমারী ৫৭টি, কালীগঞ্জ ৫৬টি, হাতিবান্ধা ৬০টি ও পাটগ্রাম উপজেলায় ৫৩টিসহ মোট ২৬৮টি গৃহহীন পরিবারের বসবাসের জন্য গৃহনির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। লালমনিরহাট জেলা প্রশাসক কার্যারয়ের ত্রাণ অফিস সুত্রে জানাগেছে , বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় লালমনিরহাটেও গৃহহীন পরিবারদের গৃহনির্মাণের জন্য নির্দেশ প্রদান করলে জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক যে পরিবারের ৪/৫শতক জমি রয়েছে বাড়ী নেই ওইসব পরিবারদের নামের তালিকার জন্য প্রতি উপজেলায় বলা হয়। উপজেলা নির্বাহী অফিসারগন প্রকল্প বাস্তবায়ন অফিসারদের নিয়ে প্রতি ইউনিয়নে নামের তালিকা প্রনয়ণ করেন। সে মোতাবেক সরকার ঘোষিতমতে প্রতি বাড়ী নির্মাণের জন্য ২ লাখ ৫৮ হাজার ৫৩১ টাকা ব্যায়ে এসব বাড়ী নির্মাণ করা হয়। কালীগঞ্জ ও হাতিবান্ধা উপজেলায় দায়িত্বরত প্রকল্প বাস্তবায় অফিসার ফেরদৌস আলম বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশ মতে জেলা ত্রাণ অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের তত্বাবধানে গৃহহীন পরিবারদের এসব গৃহনির্মান কাজ যথাযথ ভাবে সম্পন্ন করা হয়েছে। আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মফিজুল ইসলাম ও পাটগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার উত্তম কুমার নন্দী জানান, গৃহনির্মাণ বাড়ীগুলো জেলা প্রশাসক মহোদয় নির্দেশ পেলে তালিকাভুক্ত গৃহহীন পরিবারদের প্রত্যেকদের নিকট উপস্থিত থেকে হস্তান্তর করার জন্য প্রক্রিয়া চলছে। আর এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর নাম ফলক তেরীর কাজ ইতিমধ্যে সমাপ্তর পথে। লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর বলেন, জেলার ৫ জেলায় যেসব গৃহনির্মাণ কাজ সম্পন্ন হয়েছে তা উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে হস্তান্তর করা হবে।