রাণীনগর পল্লী বিদ্যুতের উঠান বৈঠক \ ৩১ গ্রাহক পেল নতুন সংযোগ

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর রাণীনগর জোনাল অফিসের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে । এসময় স্পট মিটারিংয়ের আওতায় ৩১ জন গ্রাহককে নতুন সংযোগ দেয়া হয়েছে। রাণীনগর জোনাল অফিসের আওতাধীন এলাকাকে শতভাগ বিদ্যুতায়ন করতে এবং হয়রানী মুক্ত বিদ্যুতের অঙ্গিকারে সোমবার দুপুরে রাণীনগর জোনাল অফিসের আওতাধীন আত্রাই উপজেলার ক্ষিদ্র কালিকাপুর গ্রামে পল্লী বিদ্যুতের সেবা সর্ম্পকে গ্রাহকদের সাথে উঠান বৈঠক করা হয় । বৈঠক শেষে ওই গ্রামে ৩১ জন গ্রাহককে সংযোগ দেয়া হয়। এসময় নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এনামুল হক প্রামানিক,রাণীনগর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান,এজিএম (সদস্য সেবা) হাসান আলী,এজিএম (ওএন্ডএম) সাইদি সবুজ খান,জুনিয়র ইঞ্জিনিয়ার হাসিবুল হাসান, ওয়ারিং পরিদর্শক শাহিনুর আলমসহ রাণীনগর জোনাল অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।