গাড়িতে বসে হাত-পা ঝুলিয়ে রাখা যাত্রীর কাজ নয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গাড়িতে বসে হাত-পা বাইরে ঝুলিয়ে রাখা যাত্রীর কাজ না। এতে যেকোনো গাড়ির সঙ্গে লেগে দুর্ঘটনা ঘটতে পারে। সড়ক পারাপারে অধৈর্য হওয়া যাবে না। পথচারীদের যেমন দায়িত্ব আছে, তেমনি গাড়িচালকদেরও দায়িত্ব আছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গাড়ি চালাতে চালাতে মোবাইল ব্যবহার করছে। রেলপথ অতিক্রম করার সময় পথচারীরা মোবাইলে কথা বলছে। ফোনে কথা বলার সময় এত মশগুল যে ট্রেন আসছে সে শব্দও শুনতে পারছে না। অনেকে দুই রেললাইনের মাঝখান দিয়ে হাঁটেন। কিন্তু যে কোনো সময় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যেতে পারে, গাড়ি থেমে যেতে পারে, এতে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় রাস্তার দোষ দেয়া হয়, গাড়ি চালকদেরও গালি দেওয়া হয়। কিন্তু নিজেদেরও সচেতন হতে হবে। গাড়ি আসছে কী না সেটা না দেখেই চট করে দৌড় দেয়া কিংবা ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনা ঘটছে।

প্রসঙ্গত, আজ ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’। নিরাপদ সড়ক চাই (নিসচা) দীর্ঘ ২৬ বছর ধরে সড়ককে নিরাপদ করার লক্ষ্যে আন্দোলন করে আসছে। সড়ককে নিরাপদ করার আন্দোলনের ধারাবাহিকতায় প্রতি বছর ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়।