রাবি শিক্ষার্থী লিপু হত্যার বিচার তিন বছরেও পায়নি পরিবার

নাজিম হাসান,রাজশাহী থেকে :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার রহস্য তিন বছরেও উদঘাটন করতে পারেনি পুলিশ। এছাড়াও আবাসিক হলে সংঘটিত চাঞ্চাল্যকর এ হত্যাকা-ের চার্জশিটও দিতে পারেনি তারা। এর মধ্যে মামলার তদন্ত ভার বিভিন্ন হাত বদল হয়েছে। তাই তিন বছরেও বিচার পায়নি তার পরিবার। এতে ক্ষোভ প্রকাশ করেছেন লিপুর পরিবার ও সহপাঠীরা। এবিষয়ে মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা কর্মকর্তা আজিজুর রহমান বলেছেন,এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো ক্লু পাওয়া যায়নি। তবে আমাদের তৎপরতা চলছে,একটু সময় লাগবে। হত্যার কারণ জানতে চাইলে তিনি বলেন,হত্যার কারণ এখনও জানা যায়নি। প্রক্সি জালিয়াত চক্রের সংশ্লিষ্টতার বিষয়টি নিয়ে কাজ চলছে। কিন্তু আমরা নিশ্চিত কিছু বলতে পারছি না। উল্লেখ্য ২০১৬ সালের ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের ভিতরেই খুন হন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু। পরের দিন তার লাশ ড্রেন থেকে উদ্ধারের সময় তৎকালীন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার, পিবিআই, র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। লিপুকে হত্যা করা হয়েছিল বলে ওই সময় পুলিশ ও ময়নাতদন্তকারী চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়। ওইদিন বিকেলে লিপুর চাচা বশীর বাদী হয়ে নগরীর মতিহার থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এবং মামলার তদন্তভার বার বার হাত বদল হলেও ঘটনার রহস্য এখনও ধোঁয়াশাই রয়ে গেছে।#