কমরেড জসিম উদ্দিন মন্ডলের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রিয় কমিটির উপদেষ্টা,মুক্তিযুদ্ধের সংগঠক ও শ্রমিক নেতা কমরেড জসিম উদ্দিন মন্ডলের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করা হয়। কমিউনিস্ট পার্টির ঈশ্বরদী শাখার পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী প্রেসক্লাব হলরুমে এ স্মরণ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কমিউনিস্ট পার্টির কেন্দ্রিয় কমিটির প্রেসিযিয়াম সদস্য কমরেড আব্দুল্লাহ ক্বাফী রতন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,দলের কেন্দ্রিয় সদস্য কমরেড রাজিব আহসান মুন্না। কমিউনিস্ট পার্টির ঈশ্বরদী শাখার সভাপতি কমরেড শওকত আলীর সভাপতিত্বে এতে পাবনা জেলা কমিটির সভাপতি কমরেড আব্দুর রাজ্জাক,সাধারণ সম্পাদক কমরেড আহসান হাবিব,সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সন্তোষ রায় চৌধুরী ও কমরেড জুয়েল হোসেন সোহাগ বক্তব্য দেন। বক্তারা কমরেড জসিম উদ্দিন মন্ডলের রাজনৈতিক জীবনের স্মৃতি চারণ করে বলেন,তিনি ছিলেন কমিউনিস্ট পার্টির আদর্শ। তাঁর আদর্শকে সামনে রেখে রাজনীতি করা হলে দলের ভাবমূর্তি অনেক বৃদ্ধি পাবে।