নওগাঁর আত্রাই উপজেলায় গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীগনের সচেতনতা বৃদ্ধি মূলক কর্মশালা

নওগাঁ জেলা প্রতিনিধিঃ-নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ সভা কক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে এলপি গ্যাস সিলিন্ডারের ব্যবহার বিষয়ে জনসচেতনতা মূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ কর্তৃপক্ষের আয়োজনে উপজেলা বিভিন্ন গ্রাম থেকে আগত শতাধীক গৃহিনী, ব্যবসায়ী জনপ্রতিনিধি গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীগনের সচেতনতা বৃদ্ধি মূলক কর্মশালায় অংশ গ্রহন করেন।
এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম। সভায় অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন আত্রাই ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার নিতাই চন্দ্র , উপজেলা মডেল প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, দৈনিক করতোয়া আত্রাই প্রতিনিধি মুজাহিদ খাঁন, সাংবাদিক উত্তাল মাহমুদ,গৃহিনী তারমিম আরা কুমু, রোখসানা বেগম ডেলা, স্বপ্না বেগম, কামনা বেগম,ব্যবসায়ী এসএম এনামুল হক ডালিম,আকরামূল ইসলাম প্রমূখ। উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম কর্মশালায় এলপি গ্যাস সিলিন্ডার দূর্ঘটনারোধে মান নিয়ন্ত্রিত পন্য ব্যবহারের পাশাপাশি ব্যবহারকারীদের সচেতনতার বিষয়টিও অধিক গুরুত্ব পূর্ণ বলে মতদেন । এ ছাড়া অবৈধ গ্যাস রিফিলিং রোধে কোম্পানী ব্যবসায়ী ও ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি এর বিপক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান, ভোক্তাদের স্বীকৃত ডিলার রিটেইলার পয়েন্ট হতে সিলিন্ডার কেনার পরামর্শ দেন । একই সঙ্গে রি-টেষ্টিং ও যথাযথ মানসম্পন্ন এলপি গ্যাস সিলিন্ডার ব্যবহারে গৃহিনীদের আরো বেশি সচেতন যওয়ার পরামর্শ দেন । আলোচনা শেষে আত্রাই উপজেলা পরিষদ মাঠে আত্রাই ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার নিতাই চন্দ্রে নেতৃত্বে একটি চৌকস দল গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগলে তাহা কিভাবে তাৎক্ষনিক রক্ষা পাওয়া যাবে সে বিষয়ে বিভিন্ন কৌশল প্রদর্শন করেন।