মধ্যনগর অফিস :
সুনামগঞ্জের হাওর বেস্টিত মধ্যনগর মাছের ভান্ডার হিসেবে খ্যাত বানিজ্যিক এলাকায় এখন মাছের অভাব দেখা দিয়েছে। আদি আমলের বিভিন্ন প্রজাতীর মাছ বিলুপ্তি হয়ে গেছে। যেমন পুটা,পল্যা,মাগুর, কৈ,শিং,মিনি,রানী,বাউশ,রুই,কাতলা ,চিতল, মাশুল,নানীদ,এসব জাতির মাছ একেবারেই দেখা মিলেনা। প্রাকৃতিক উপায়ে নতুন প্রজন্ম সৃষ্টি হলেও উৎপত্তি হচ্ছে অনেক কম,হাওর গুলো সরকার ইজারা বন্দবস্ত দেয়া হয়ে থাকে,বন্ধবস্ত চুক্তিনামায় উল্লেখ থাকে যে হাওর নদীতে অভয়আশ্রম এর মাধ্যমে মাছ সংরক্ষণের ব্যাবস্হা করতে হবে, কিন্তু এরকম কোন উদ্যোগ নিতে দেখা যায়না। যার ফলে মাছের ভান্ডার দিন দিনে শুন্য হওয়ার পথে,এসব এলাকার হাওর নদীতে মাছ বিনষ্ট কারী কিছু স্বার্থ লুভীরা সরকারের নিষিদ্ধ কারেন্ট জাল,খনা বা মশারী জাল দিয়ে প্রকাশ্যে অবাধে মা মাছ সহ পোনা মাছের বংশ ধংস করছে। সরকারের দায়িত্ব প্রাপ্ত কর্মচারীগনের উদাসীনতার কারনে মৎস্য প্রাণিসম্পদ বিনষ্ট হচ্ছে। জেলা ও উপজেলার মৎস্য অধিদপ্তরের দুর্নীতির দায়ে দেশের মৎস্য সম্পদ ভান্ডার খালি হওয়ার আশংকা করছেন এলাকার সচেতন মহলেরা।মৎস্য অধিদপ্তরের গাফিলতি দুর্নীতির কারণ কি, এর পেচনে রহস্য জনক কারণ লুকিয়ে আছে যা মাসোয়ারা নিয়ে এই অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল, খনা জালের বিস্তার ঘটছে। এ অনিয়ম দুর্নীতি ঠেকাতে উর্ধ্বতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনায় এলাকাবাসী জোর দাবী জানাচ্ছে।