পাবনায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

এস এম আলম, ১৩ অক্টোবর::“নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুকি রাস করি” এই প্রতিপাদ্যে পাবনায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এ উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসকের কার্যলয় থেকে এক বিশাল র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক কবীর মাহমুদ। জেলা ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার আহম্ম্দ আলী , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল করিম, ব্র্যাক এনজিও প্রতিনিধি আলমাছুর রহমান, সিসিডিবি এরিয়া ম্যানেজার নাঈমা ইসলাম,আসিয়াব পাবনা আব্দুস সালাম, রেড ক্রিসেন্ট পাবনার দেলোয়ার হোসেন, সহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
সভায় নদী ভাঙ্গন সহ পাবনার দুর্যোগ প্রবন এলাকাগুলোতে বেসরকারী উন্নয়ন সংস্থা সমুহকে জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের ভিত্তিতে কাজ করার আহবান জানান হয়।