পত্নীতলায় মডেল মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিয়াম সাহারিয়া,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলায় মডেল মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন স্থাপন করা হয়েছে।
শনিবার (১২অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ চত্বরের পূর্ব অংশে মডেল মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি শহিদুজ্জামান সরকার। ভিত্তিপ্রস্তর শেষে এ উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি শহীদুজ্জামান সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল হক, উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী প্রমূখ। এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে ৩ তলা মডেল মসজিদ নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ২১ লাখ ৯০ হাজার ৭৫৩ টাকা। মের্সাস খান বিল্ডার্স ও মের্সাস পলি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (জে.ভি) নামের ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজটি পেয়েছেন। চুক্তিতে ১৫ মাসের মধ্যে কাজ সম্পাদনের সময়সীমা উল্লেখ করা হয়েছে।