মাভাবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীকে সামনে রেখে শনিবার সকাল ১১ টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুরাল-এর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন। ম্যুরাল নির্মাণ কার্যক্রমের উদ্বোধন শেষে ভাইস-চ্যান্সেলর মহোদয় উপস্থিত সকলকে নিয়ে ক্যাম্পাসে নির্মাণাধীন আয়রন রিমুভাল প্লান্ট পরিদর্শন করেন।
এসময় লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. রোকেয়া বেগম, সায়েন্স অনুষদের ডিন মোহাম্মদ মোকাদ্দেছ আলী, বিজনেস স্টাডিস অনুষদের ডিন নুশরাত নাহিদা আফরোজ, প্রক্টর প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ড. মোঃ মাসুদার রহমান, শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ ইকবাল মাহমুদ, জননেতা আব্দুল মান্নান হল প্রভোস্ট অধ্যাপক ড. পিনাকী দে, রেজিস্ট্রার ড. ইঞ্জি: মোহাঃ তৌহিদুল ইসলাম, বিশ^বিদ্যালয় প্রকৌশলী মোঃ আবু তালেব, হিসাব অফিসের পরিচালক এ.কে.এস.এম তোফাজ্জল হক, জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের অফিসের প্রধান উপ-পরিচালক মোঃ সামছুল আলমসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।