নাটোর প্রতিনিধি
নাটোর সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল বলেছেন ,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীনতার মহান স্থপতি। বাঙালী জাতির অনুপ্রেরণা। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি চেয়েছিলেন ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, সুখি সমৃদ্ধি সোনার বাংলা। সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে তিনি প্রতিষ্ঠা করেছিলেন জাতীয় শ্রমিকলীগ। শ্রমিকরাই এদেশের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে থাকে। এদেশের কৃষক, শ্রমিক, কুলি মজুর সকলেই মিলে সেদিন দেশ স্বাধীন করার জন্য ঝাপিয়ে পড়েছিলেন পাকিস্তানিদের বিরুদ্ধে। সেই শ্রমিকরাই এখনও দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।
তিনি শানবার দুপুরে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শ্রমিক লীগ প্রতিষ্টা বার্ষিকীর সুবর্ণ জয়ন্তি উপলক্ষে এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশে গিয়ে মিলিত হয়। জাতীয় শ্রমিকলীগ নাটোর জেলা শাখার সভাপতি মঈনুল হকের সভাপতিতে¦ বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম পিপি ,যুগ্ম স¤পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, শহর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আহম্দে মুকুল ,নাটোর জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাথারণ সম্পাদক আকরাম হোসেন ,নাটোর জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তারুল ইসলাম আলম, সাধারণ স¤পাদক হাবিবুর রহমান চুন্নু সহ শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।