বগুড়ার গাবতলীতে ৬৮ মন্ডপে দূর্গাপুজা উৎসব

আল আমিন মন্ডল (বগুড়া) ঃ বগুড়ার গাবতলী পৌরসভা’সহ উপজেলায় ৬৮টি মন্ডপে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় মহাউৎসব ‘শারদীয় দুর্গাৎসব’ উদযাপিত হচ্ছে। আজ মঙ্গলবার বিজয়ী দশমী মধ্যেদিয়ে দূর্গাপুজা শেষ হবে। দূর্গাপুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। পূর্জামন্ডপ এলাকা ও বির্সজনের স্থানগুলোতে বসেছে ছোট-বড় মেলা। গত রোববার-সোমবার ও মঙ্গলবার গাবতলী বালিয়াদিঘী ও মহিষাবান ইউনিয়ন’সহ বিভিন্ন এলাকায় দূর্গাপুজা মন্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে ‘দূর্গাপূজা শুভেচ্ছা’ বিনিময় করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, যুবদলনেতা জাহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, আব্দুল মতিন, ছাত্রদলনেতা মহব্বত আলী, মহতাছিন বিল্লাহ মুন, সুজা উদ্দিন, পূর্জামন্ডপের সভাপতি ও সম্পাদক গন’সহ এলাকা গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। পরিদর্শনকালে সাবেক এমপি লালু দূর্গাপূজা মন্ডপগুলোতে নগদ অর্থ প্রদান করেন।