যারাই ছাতা ধরে তারাই আটকা পড়ে

ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার সদ্য বহিষ্কৃত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে গতকাল রোববার কুমিল্লার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে কেরানীগঞ্জের কারাগারে সাধারণ বন্দী হিসেবে রাখা হয়েছে।

এর আগে, মাদক মামলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে রাজধানীর তেজগাঁও মুনিপুরীপাড়ার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। তার বাসা থেকেও বেশ কয়েক বোতল অনুমোদনহীন বিদেশি মদও উদ্ধার করা হয়েছে।

লোকমান এক সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর প্রধান ছিলেন তিনি। খালেদা জিয়ার নিরাপত্তা দেখভাল করার সময়ই বিএনপির শীর্ষ অনেক নেতার সঙ্গে সখ্যতা গড়ে উঠে লোকমানের।

লোকমানের গ্রেফতারের পর একটি ছবি ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মাথায় ছাতা ধরে আছেন তিনি।

অন্যদিকে, রোববার সম্রাটের গ্রেফতারের পরও একটি ছবি ভাইরাল হয়েছে। যে ছবির আবার চারটি অংশ। একটি অংশে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুকের মাথায় ছাতা ধরে আছেন সম্রাট। তার নিচে অংশের ছবিতে র‌্যাবের হাতে গ্রেফতার সম্রাট। অন্য অংশে খালেদা জিয়ার মাথায় ছাতা ধরে থাকা লোকমানের সেই ছবি। তার নিচের অংশে র‌্যাবের হাতে গ্রেফতার লোকমান। সোশ্যাল মিডিয়া ফেসবুকে এই ছবি শেয়ার করে অনেকে অনেক রকম ক্যাপশন ও কমেন্ট করছেন।

এদের কারও কারও মন্তব্য, ‘যারাই ছাতা ধরে তারাই আটকা পড়ে’।

ইয়াসির নামের একজন কমেন্ট করেছেন, ‘ছাতায় ছাতায় মাসতুতো ভাই’। হাসিন নামের একজন লিখেছেন, ‘চোর নাকি সব বিএনপিতে, এখন দেখছি এখানেও’! আরেকজন লিখেছেন, ‘ঘটনা সত্য, আসামি নির্দোষ’।