পাবনায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি

এস এম আলম: পাবনায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পূজা বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শ্রী রাম কৃষ্ণ সেবা আশ্রমে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরন করেন প্রধান অতিথি ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের স¤পাদক আঁখিনূর ইসলাম রেমন, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান ,রোটারি ইন্টারন্যশনাল-৩২৮১ বাংলাদেশের সহকারী গভর্নর রোটারিয়ান আইপিপিএ এইচ এম রেজাউন, রোটারি ক্লাব অব পাবনার সভাপতি রোটারিয়ান এ এইচ এম রায়হান । এসময় উপস্থিত ছিলেন মাহতাব উদ্দিন বিশ্বাস, সদও থানা অফিসার ইনচার্জ নাসিম আহমেদ , রাম কৃষ্ণ সেবা আশ্রমের প্রীতিশ কুমার কুন্ডু সহ সরকারি কর্মকর্তাবৃন্দ, রাম কৃষ্ণ সেবা আশ্রমের সদস্যবৃন্দ। পূজা বস্ত্র বিতরণ অনুষ্ঠানের পূর্বে জয়কালীবাড়ি মন্দির ও মা মন্দির পরিদর্শন করেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি। এসময় উপস্থিত ছিলেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি শিবজিত নাগ, জয়কালীবাড়ি মন্দির এর সভাপতি বিনয় জ্যোতি কুন্ডু, জয়কালীবাড়ি মন্দির এর যুগ্ম সাধারন সম্পাদক দেবাশীষ দে,মা মন্দির এর সভাপতি উত্তম জোয়ার্দার,মা মন্দির এর সাধারণ সম্পাদক দেবজিত নাগ।