পাবনা প্রতিনিধি : পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল বলেছেন- বাংলাদেশ এখন অনেক পরিচিতি লাভ করেছেন ক্রীড়াঙ্গনের সাফল্যের মাধ্যমে। ক্রিকেট বিশ্বে বাংলাদেশ বিশ্বেও অন্যতম দল হিসেবে পরিচিত। ফুটবল খেলায় মেয়েরা ব্যাপক সাফল্য দেখিয়েছেন। প্রাথমিক বিদ্যালয় থেকে প্রতিযোগীতার ক্ষেত্র তৈরী করেছে বর্তমান সরকার। এসব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীর অবদান বাংলার ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। ক্রীড়াঙ্গনের সাফল্যের মধ্যদিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে প্রসংশিত হচ্ছেন। বর্তমান সরকারের উন্নয়ন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। সারা সকল বিভাগে সমন্বিত ভাবে উন্নয়ন করে যাচ্ছে। বর্তমান সরকার জেলা পরিষদের মাধ্যমে দেশের উন্নয়নের কার্যক্রম চালাচ্ছে।
শনিবার বিকেলে আটঘরিয়া কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এ সেমি ফাইনাল প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন আটঘরিয়া পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাড. আব্দুল আহাদ বাবু, উপজেলা পরিষদ চেয়ারম্যান তানভির ইসলাম, মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান চঞ্চল প্রমূখ।